বাংলা নতুন নতুন সেরা ফেসবুক স্ট্যাটাস ২০২৩ দুর্গাপূজা - পূজার শুভেচ্ছা বার্তা - 2023 NEW FACE BOOK STATUS IN BENGALI - 2023 DURGAPUJAR BANGLA FACE BOO
বিকাশবাংলার সকল পাঠক পাঠিকা দের জানাই ২০২৩ দুর্গাপূজা র শুভ শারদীয়া এর শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের আজকের এই লেখার বিষয়বস্তু হল-
দুর্গাপুজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা
- ২০২৩ দুর্গাপুজা উপলক্ষে শুভেচ্ছা বার্তা
* আধার কেটে আলো আসুক, সবাই সবাই কে ভালো বাসুক। শারদীয়া দুর্গা পূজার শুভেচ্ছা।
*মায়ের কৃপায় সবার জিবন আলকিত হোক। শারদ শুভেচ্ছা।
*মা দুর্গা সকলের দুরগতি বিনাশ করুক, সকলের জীবন শান্তিতে ভরিয়ে দিক। শারদীয়া শুভেচ্ছা।
- নতুন নাতুন ফেসবুক স্ট্যাটাস দুর্গাপূজা র স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা
*পয়সা ত আনেক কামালি পাগলা, এবার মায়ের কাছে এক্তু শান্তি কামিয়ে নে। শুভ শারদীয়া শুভেচ্ছা।
*শরৎকালের রোদের ঝিলিক শিউলি ফুলের গন্ধ, মা এসেছে ঘরে ঘরে তাই মনে এত আনন্দ!! শুভ দূর্গা পূজা।
*মাগো তুমি জগৎ জননী, করো সবার ভালো… সকলের মনের কষ্ট নিয়ে, দিও খুশির আলো…শুভ দূর্গা পূজা।
*এলো খুশির হাওয়া, লাগলো পূজোর ছোয়া। পূজোর সকালে ঢাকের তালে মায়ের মন্দিরে যাওয়া পূজো মানে অনেক মজা, অনেক আলো, পূজো সবার কাটুক অনেক অনেক ভালো।
- ২০২৩ দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা
” আসছে বছর আবার হবে,
বিদায় এর সময় এটাই বলেছিলেতাইতো আবার মা, দিয়েছেন সাড়াখুশিতে হয়েছে ভুবন মাতোয়ারা “|| শুভ শারদীয়া ||
“শরৎ এর আকাশ,রোদের ঝিলিক,শিউলি ফুলের গন্ধ
মা এসেছে ঘরে আবার, দরজা কেন বন্ধ !
পূজো এলো তাইতো আবার বাজনা বাজায় ঢাকী,
পূজো আসতে আর যে নেই একটি দিনও বাকি।”
|| শুভ মহাষষ্ঠী ||
” পথে পথে ছড়িয়ে আছে শিউলি ফুলের আল্পনা
মেঘ বলাকার পাখায় পাখায় হাজার কবির কল্পনা
মেঘে মেঘে রোদের আলোয় খেলে সোনা রঙগুলি
আঁধার গেছে টুটে, এসেছে দূর্গা পূজার দিনগুলি “
- দুর্গা পুজা র বাংলা স্ট্যাটাস
“এই দুর্গাপূজায় আপনার জীবনের,
সমস্ত অন্ধকার মুছে গিয়ে আলোয়,
আলোয় ঝলমলে হয়ে উঠুক।
শুভ শারদীয়া দুর্গা পূজা”
“মন খারাপের দিনগুলো করে দিতে ভালো,
মা দূর্গা মর্ত্যে এলেন ঘোচাতে সকল কালো।
সকলের আসুক সুখ ও খুশি, এই প্রার্থনা করি,
মায়ের চরণে প্রণাম জানাই প্রার্থনা তে হাত জড়ো করি।
শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
শুভ দুর্গা পূজা”
খুশিতে থাকুক সকলেই এই কামনাই করি,
আমার তরফ থেকে জানাই শুভ শারদীয়া দূর্গা পূজার,
প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
- DURGAPUJA BANGLA STATUS FOR FACE BOOK দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা
*আগমনীর খবর পেয়ে, বনের পাখি উঠলো গেয়ে,
শিশির ভেজা নতুন ভোরে,মা আসছে আলো করে - শারদীয়া শুভেচ্ছা
*এক বছর পর আবার মা আসছে ঘরে। সকল্ কে জানাই আন্তরিক শুভেচ্ছা বার্তা।
*এমন মিষ্টি করেই বছর গুলো কাতুক মা।
- DURGAPUJA WALLPAPER , FACE BOOK DURGA PUJA WALLPAPER দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা
- DOWNLOAD WALLPAPER AND NEW STATUS FOR FACEBOOK AND DOWNLOAD দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা DURGAPUJA STATUS DURGAPUJA WALLPAPER
- ২০২৩ দুর্গা পূজার শুভেচ্ছা বার্তা নতুন নতুন ফেসবুক স্ট্যাটাস শুভেচ্ছা বার্তা
*আগমনীর খবর পেয়ে, বনের পাখি উঠলো গেয়ে,
শিশির ভেজা নতুন ভোরে,মা আসছে আলো করে - শারদীয়া শুভেচ্ছা
*এক বছর পর আবার মা আসছে ঘরে। সকল্ কে জানাই আন্তরিক শুভেচ্ছা বার্তা।
*এমন মিষ্টি করেই বছর গুলো কাতুক মা।
*শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই সকলকে মা দুর্গা সকলের জীবন আনন্দ ও খুশিতে ভরিয়ে তুলুন।
*এই পবিত্র অনুষ্ঠানে তোমার জীবন আনন্দে ভরে উঠুক, মা দুর্গা দু-হাত ভরে তোমাকে আশীর্বাদ করুক। শুভ দূর্গা পূজা।
*আনন্দ আর ভালোবাসার উপহার নিয়ে, মা দুর্গা এলেন সকলের ঘরে প্রার্থনা করি তিনি সকলের মঙ্গল করুন। শুভ দূর্গা পূজার শুভেচ্ছা।
*সময় হলো নতুন রঙে সেজে নেবার দুর্গা মায়ের পুজো এলো আবার তোমার চরণে ধন্য জীবন তোমার আগমনে খুশির গগন সারা বছর আশীষ রেখো সুখে দুঃখে সবার পাশে থেকো করুণাময়ী মা তোমার অপার মহিমা অসুর বিনাশী তুমি জগদ্ধাত্রী মা।
COMMENTS