ঘরে বাইরে এখন প্লাস্টিক এর পেট বোতলের ছড়াছড়ি। খাবার রাখা থেকে জল রাখা- সবখানেতেই এই প্লাস্টিক বোতল । কিন্তু, কখনও আমরা কেউ খেয়াল করি না প্লাস্টিক এর বোতলের গায়ে থাকা চিহ্নগুলো।
একান্ত লক্ষ করলেই দেখতে পাবেন যেকোনো প্লাস্টিক পাত্র বা বোতলের গায়ে অথবা নিচে একটি ত্রিকোণ চিহ্ন থাকে আর সেই চিহ্ন এর মধ্যে একটি সংখ্যা লেখা থাকে, আজ আমরা জেনে নেব প্লাস্টিক এর বোতল অথবা পাত্রের গায়ে অথবা নিচে থাকা ত্রিকোণ চিহ্ন এবং তার মধ্যে লেখা সংখ্যা টির মানে।