গত শতকের দ্বিতীয়-তৃতীয় দশকে রুশ বিপ্লব এমনই এক আশা জাগিয়েছিল যে,
পুরনো ছাঁচে-আঁটা সমাজের জায়গা নেবে এক নতুন সমাজ, যেখানে প্রতিটি
মানুষেরই স্বাধীন বিকাশ হবে। তেমন আশা থেকেই সম্ভবত বিপ্লবের তিন বছর পর
১৯২০-সালে যখন ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandopadhyay) ঢাকা শহরে জন্মগ্রহন করলেন, দাদামশাই যোগেন্দ্র
চট্টরাজ তাঁর নাম রাখলেন: সাম্যময়।
সরকারি বারণ না শোনায় ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandopadhyay)- এর দাদামশাইয়ের একটি বই তদানীন্তন ব্রিটিশ শাসক নিষিদ্ধ করে দেয়। ভানু বাবুর মাতৃদেবীও ইংরেজ-শাসনের তোয়াক্কা না করে এক পুলিশ ও মেমসাহেবকে উচিত
শিক্ষা দিয়েছিলেন তাঁদের অভব্য আচরণের প্রতিবাদে। প্রতিবাদের এই মনটাই ভানু বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন পারিবারিক উত্তরাধিকারে।