আধুনিক যুগে এসে ও মধ্যযুগীয় বর্বরতা কে হার মানাচ্ছে 'চুরাল মুরিয়াল' (Chooral Muriyal) এর ঘটনা।
'চুরাল মুরিয়াল' (Chooral Muriyal) হচ্ছে শিশুবলির অপর এক নাম। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের চেট্টিকুলাঙ্গারা মন্দিরের আড়াইশো বছরের ঐতিহ্য হিসেবে মানুষ বলি দেওয়ার এক ভয়ানক ধর্মীয় রীতি পালন করা হয়। যার নাম চুরাল মুরিয়াল। ধনী পরিবারগুলো মার্চ মাসে কেরালার 'কুম্বাভারানি উৎসবে' ছেলে শিশুদের কে বলি দিয়ে দেবতা কে এভাবে তুষ্ট করে।
'চুরাল মুরিয়াল' (Chooral Muriyal) রীতি অনুযায়ী ১০ বছরের কম বয়সের বাচ্চা ছেলেদের বলি দেওয়া হয় মন্দিরে র ভগবান এর কাছে। সোনার সুঁচে সুতা ঢুকিয়ে তা দিয়ে ক্ষত-বিক্ষত করা হয় তাদের দেহ। ধারণা করা হয় এই শিশুদের রক্তে তুষ্ট হন দেবতা। যে পরিবার এই প্রথা মেনে পূজা দিচ্ছে তাদের ওপর ভগবান আশীর্বাদ বর্ষণ করেন। গরীব পরিবার থেকে সন্তান কিনে এনে তাকে স্নান করিয়ে পবিত্র করানোর পর তাকে মেয়েদের মতো মেকআপ করানো হয়, চকচকে রঙিন পোশাক পরিধান করানো হয় এবং গলায় পরানো হয় ফুলের মালা। যেন বিয়ে করতে যাচ্ছে কোনো হিন্দু কিশোর!