বন্ধুরা প্রজাপতি একটি খুব মিষ্টি এবং সুন্দর দেখতে পতঙ্গ তাই না, তাই প্রজাপতি দেখতে যেমন সুন্দর আর মিষ্টি তেমনি বাংলার কবিদের কাছেও প্রজাপতি আবহেলিত নয়
বন্ধুরা প্রজাপতি একটি খুব মিষ্টি এবং সুন্দর দেখতে পতঙ্গ তাই না, তাই প্রজাপতি দেখতে যেমন সুন্দর আর মিষ্টি তেমনি বাংলার কবিদের কাছেও প্রজাপতি আবহেলিত নয়। প্রজাপতি নিয়ে বাংলাদেশের কবিরা আনেক কবিতা লিখেছেন আর সেই কবিতা পাঠকরা মানে আপনারা খবই পছন্দ ও করেছেন।
তাই আজ আপনাদের সামনে নিয়ে এলাম প্রজাপতি নিয়ে লেখা এমন সেরা ১০ টি কবিতা;-
হে প্রজাপতি
- আবু সাইদ
হে প্রজাপতি তোমার ডানায়
দেখি নানান রঙয়ের সমাহার,
রুপের জৌলুস ছড়িয়ে তুমি
মাতিয়ে তোলো গুলবাহার।
হে প্রজাপতি তুমি ফুলে ফুলে
মেঘের মত উরে বেরায়,
কিসের এতো বেস্ততা তোমার
আমার তরে একটু দাড়াও।
হে প্রজাপতি তোমার প্রেমে
আমি আবেগে আত্মহারা,
তোমার একটু ছোঁয়া পেতে
হলেম আমি পাগলপারা।
সেই প্রজাপতি
- নির্মলেন্দু গুণ
ফুলের মতো দেয়ালটাতে
একটি প্রজাপতি,
দঃসাহসে বসলো এসে
আলোর মুখোমুখি;
চিত্রিত নয় কালো রঙের
পাখনা দু'টি মেলে ।
এবার বুঝি এলে ?
দেয়াল জুড়ে লাগল তার
ঘরে ফেরার কাঁপন,
প্রাণের মাছে ফিরল বুঝি
চিরকালের আপন ।
ভালোবাসার অর্ঘ্য দিয়ে
মৃত্যুখানি কেনা,
শেষ করেছি প্রথম দিনে
হয়নি শুধু চেনা!
চোখের পাশে দেয়ালটিতে
বসলে তুমি যেই,
হঠাৎ-চেনা পাখার রেণু
আঙ্গুল ভরে নেই ।
এমন করে পরের ঘরে
দেয়ালে কেউ বসে?
হঠাৎ যদি ভালোবাসার
পলেস্তার খসে?
আলিঙ্গনে বন্দী করে
প্রতীক বাহুপাশে,
হঠাৎ যদি এই আমাকে
অন্যে ভালোবাসে?
রুপান্তরে পুড়িবে তোর
ক্লান্ত দু'টি ডানা,
চিত্রিত নয় কালো রঙের
পৃথিবী একটানা ।
আমি কেবল আমি কেবল
আমি কেবল দেখি,
ভালোবাসার দেয়াল জুড়ে
একটি প্রজাপতি ।
প্রজাপতি ও ফুল
- শাহাদাত হোসেন বাবু
প্রজাপতি ও ফুল
শাহাদাত হোসেন বাবু
প্রজাপতি উড়ে বেড়ায়
ফুল থেকে ফুলে
ফুলেরা সুবাস ছড়ায়
হাওয়াতে দুলে।
প্রজাপতির ঝিলিমিলি
রঙিন পাখা
ফুলের পাপড়িগুলি
মেলে রাখা।
(Source - Banglar kobita)
প্রজাপতি
– নিবিড় রৌদ্র
প্রজাপতি প্রজাপতি রঙিন পাখা মেলে
যাচ্ছো উড়ে কোথায় এদিক ওদিক দোলে?
সঙ্গে নেবে আমায়? আমিও উড়বো কিছুক্ষন,
নাইবা হলাম উড়তে যেয়ে পাখির মত দক্ষ- বিচক্ষণ
প্রজাপতি প্রজাপতি নাও না আমায় দলে
কোন মায়াতে মাতাল হয়ে এড়িয়ে যাও চলে?
মানুষ মাঝে প্রেম নেই সোনা প্রজাপতি আমার
মানুষ কেবল স্বার্থ বুঝে আর্থ হৃদয় ভাঙ্গার
তুমিও কি মানুষ ভেবে পাচ্ছো আমায় ভয?়
শুনো আমি মানুষ যদিও প্রেমেতে নই নির্দয়,
প্রজাপতি প্রজাপতি এবার সঙ্গ দাও
ও রঙিন প্রজাপতি এদিক ফিরে চাও।
(Source - sonelablog)
প্রজাপতির ডানা
- রূপক বিধৌত সাধু
আমার যদি থাকতো ডানা
প্রজাপতির মতো,
উড়ে যেতাম তোমার কাছে
ক্ষণে ক্ষণে কতো!
তোমার কালো চুলের ওপর
উড়ে বসতাম যখন,
আলতো করে ছুঁয়ে দিতে
আমায় তুমি তখন ।
তোমার নরম ছোঁয়া পেয়ে
শান্ত হতো হৃদয়,
চোখে চোখে কতো কথা,
হতো যে বিনিময়!
হেঁটে যেতে তুমি যখন
গাঁয়ের পথটি ধরে,
উড়তো তোমার শাড়ির অাঁচল
ঝড়ের মতো করে ।
সেই আচলে থাকতো বাঁধা
আমার হৃদয়খানি,
অযুত পঙ্কিলতায় সে যে
হতো কলঙ্কিনী!
নানান খোয়াব দেখতে যখন
তুমি ঘুমের ঘোরে,
তোমার চিবুক ছুঁয়ে দিতাম
এক মুহুর্তের তরে ।
তুমি যখন শোকাচ্ছন্ন
নানা দুর্ভাবনায়,
আমিও হতাম বিষাদমুখর
তোমার প্রেমের মায়ায়!
(Source - Golpo o Kobita)
প্রজাপতি
- Mehedi Abedin
তুমি কি সেই প্রজাপতি
ছড়িয়ে বেড়াও অনুভূতি
যার পাখা উড়ে উড়ে
ভালোবাসা বিলিয়ে দেয়
আকাশের খসে পড়া তারা তুমি
মনের বাগানের ফুল তুমি
যেন দেখে মনে হয়
যুগ যুগ ধরে চিনি তোমায়।
জীবন কেন এতো যাতনাময়
হয়তো এ কোন খেলা
কেন এমন মনে হয়
তোমায় মনে পড়ে যায়
একেই বলে কি প্রেম।।
হাজারো ক্রোশ পাড়ি দিয়ে
আমার এই প্রেম উড়ে যেতে পারে
আনতে পারে, তোমার জন্য
মহাবিশ্বের রহস্য
তবুও এ যেন কিছুই নয়
সবকিছু তোমার কাছে ম্লান হয়ে যায়
যেন মনের তুমি জাদুকর
যেন ভালোবাসার কারিগর।
জীবন কেন এতো যাতনাময়
হয়তো এ কোন খেলা
কেন এমন মনে হয়
তোমায় মনে পড়ে যায়
একেই বলে কি প্রেম।।
(Source - Mehedi Abedin এর ব্লগ)
COMMENTS