আসতে চলেছে নতুন আতিথি, মা-বাবা হতে চলেছেন অনুস্কা শর্মা এবং ভারত ক্যাপ্টেন বিরাট কোহলি, খুশির খবর জানালেন বিরাট এবং আনুস্কা, বৃহস্পতিবার সকাল সকাল সুখবর ঘোষণা করলেন বিরাট এবং আনুস্কা জুটি। এই দিন সকালে দুজনেই তাদের সোশ্যাল মিডিয়া তে পোস্ট করে জানান-"আগামী দিনে আমরা ৩ জন হতে চলেছি, সে আসছে ২০২১ এর জানুয়ারিতে।
সরকারি চাকরি, নিয়োগ বিজ্ঞপ্তি, রান্নার রেসিপি, সাস্থের খবর, খবর, latest news, new job news, cooking recipe, online income, blogging tutorial, health tips
শনিবার, ২৯ আগস্ট, ২০২০
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
পগবাকে বিক্রি করা হবেনা - জানিয়ে দিল ম্যানচেস্টার ইউনাইটেড
পল পগবাকে এই গ্রীষ্মে বিক্রি করবে না বলে জানিয়ে বলে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড।
বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার পল পগবার সাথে পুনরায় চুক্তি বর্ধিত করতে চায় ম্যানচেস্টার ইউনাইটে - এমনটাই জানিয়েছেন পল পগবার অ্যাজেন্ট।
পগবার অ্যাজেন্ট মিনো রাইওলা বলেন, ‘এই গ্রীষ্মে ইউনাইটেড পগবাকে নিয়ে কোনো প্রস্তাব গ্রহণ করবে না। আমারা শিগগিরই নতুন চুক্তির বিষয়ে আলোচনা করবো। সে ম্যানচেস্টার ইউনাইটেডের মূল খেলোয়াড়। ’সোমবার, ২৪ আগস্ট, ২০২০
বাগধারা মনে রাখার উপায় ও বাগধারা প্রয়োগের উদাহরন
বন্ধুরা আগের অধ্যায়ে আমরা জেনেছি বাগধারা কাকে বলে এবং তার কিছু উদাহরন দেখেছি। আজ এই অধ্যায়তে আমরা দেখব বাংলা বাক্যে বা বাংলা শব্দ-গুচ্ছে বাগধারার প্রয়োগের আরও কিছু উদাহরন -
বিকাশ বাংলাতে বাংলা ব্যেকারণ এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের এই প্রতিবেদনে আমরা শিখব যে বাংলা পদ-গুচ্ছে বা বাক্যাংশে বাগধারা কিভাবে প্রয়োগ করা হয় অর্থাৎ বাগধারা প্রয়োগের উদাহরন আর সেই সাথে সিছে নেব বাগধারা মনে রাখার কিছু সহজ ও সরল উপায়।
রবিবার, ২৩ আগস্ট, ২০২০
শনিবার, ২২ আগস্ট, ২০২০
গণেশ চতুর্থী ২০২০- গণেশ পূজার মন্ত্র, গণেশ বন্দনা কী ভাবে করবেন জেনে নিন
Ganesh Chaturthi 2020: Ganesh Puja mantras and Ganesh Puja Vidhi and Arti
বন্ধুরা বিকাশবাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর আন্তরিক আভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা। হিন্দু শাস্ত্রমতে যেকোনো কাজে সুখ, সমৃদ্ধি, সিদ্ধি দান করেন সিদ্ধিদাতা গণেশ। তাই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরের আরাধনার সাথে সাথে আরাধনা করা হয় সুখ ও সমৃদ্ধির।
হিন্দু বা সনাতন অনুসারে ভগবান গণেশকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়, এতা মানা হয় গণেশ চতুর্থীতে দেবতা গণেশের আরাধনা করলে ঘরে সুখ, শান্তি, উপার্জন বৃদ্ধি হবার সম্ভাবনা গরে ওঠে।
তাই চতুর্থী পুজা শুরু করার আগে আসুন দেখে নেওয়া যাক কিভাবে গণেশ পুজা করলে আপনার জীবনে সমৃদ্ধি বৃদ্ধির সম্ভবনা গরে উঠবে।
ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ
গণেশ পূজার উপকরণ
গণেশ চতুর্থীতে পূজার প্রয়োজনীয় উপকরন গুলি হল - ধূপ, আরতির থালা, সুপুরি, পান পাতা, গণেশের জন্য নতুন পোশাক, চন্দন কাঠ।
সিদ্ধিদাতা গণেশের মূর্তি স্থাপনের নিয়ম
বাড়িতে গণেশ মূর্তি স্থাপনের আগে সারা বাড়ি
পরিষ্কার রাখুন। পবিত্র ভাবে স্নান সেরে মন্ত্রের মাধ্যমে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার পর
শুরু হবে পুজো। ঋক বেদ বা গণেশ সুক্তায় পাবেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র। এরপরই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে শুরু করুন আরতি।
এরপর ষোড়শপচারে অর্থাৎ গণেশ বন্ধনার ১৬ টি রীতি মেনে গণেশ দেবতার আরাধনা শুরু করুন। এরপর ২১টি দূর্বা ঘাস, ২১টি মোদক ও লাল
ফুল গণেশের ঠাকুরেরে সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা।
এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন। তারপর গণেশের
১০৮ নাম জপ করুন। মূর্তির সামনে করজোড়ে বিনম্র প্রার্থনা করুন পরিবারের সুখ, শান্তি ও
সমৃদ্ধির।
গণেশ পূজার মন্ত্র
একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।
অর্থাৎ, যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি।
ধ্যান মন্ত্র
ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরংপ্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগণ্ডস্থলম্।
দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং,
বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।
গণেশ বন্দনা
বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।
সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।
অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।
নমো নমো লম্বোদর নমঃ গণপতি।
মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।
সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।
বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।
ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।
বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।
মন্ত্রঃ – ওঁ গাং গণেশায় নমঃ।
ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ ওঁ শ্রী গণেশায় নমঃ’ বা ‘ওঁ গাং গণেশায় নমঃ
গণেশ চতুর্থীতে পুজোর জন্য উপকরণ হিসেবে রাখুন-...
শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
অবশেষে মিমাংসা হল ভারত চিন সীমান্ত বিবাদের - সেনা সরাতে রাজি দুই দেশ
অবশেষে মীমাংসা হোলো ভারত চিন সীমান্ত বিবাদের, এমনটাই জানানো হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে।
ভারত চিন সিমান্তে যে আশান্তি চলছে দুই দেশের মধ্যে সেই প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র আনুরাগ শ্রীবাশ্তব জানান -
[full_width]
[full-width]
ভারত চিন সিমান্তে যে আশান্তি চলছে দুই দেশের মধ্যে সেই প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র আনুরাগ শ্রীবাশ্তব জানান -
তাঁরা আবারও নিশ্চিত করে জানিয়েছেন যে বিদেশমন্ত্রীদের মধ্য়ে যে চুক্তি হয়েছে তা মেনে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পশ্চিম সেক্টর বরাবর সম্পূর্ণ সেনা সরানোর কাজ করা হবে। বাকি সমস্য়াগুলিও দ্রুত সমাধান করার ব্যাপারে সম্মত হয়েছে দু’দেশ।প্রসঙ্গাত উল্লেখজগ্য গত ১৫ জুন সংঘর্ষ বাধে ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে। এরপর সেনা সরানর ব্যাপারে একমত হতে একাধিক বার বাইথক করেন দুই দেশের সেনা প্রধানরা। কিন্তু চিন সেনা সরাতে রাজি না হওয়াতে সেই বৈঠক বার বার বিফল হয়েছে।
[full_width]
[full-width]
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
জেনে নিন গণেশ পূজার শূভ মুহূর্ত - ডাউনলোড করুন সিদ্ধিদতা গণেশ এর ছবি
Ganesh Chaturthi Time Download Lord Ganesha Picture ভাদ্র মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথকে গণেশ চতুর্থী হিসাবে পালন করা হয়। এই বছর ২২ আগস্ট শনিবার পালন করা হবে গণেশ চতুর্থী উৎসব। সিদ্ধিদাতা ভগবান গণেশ হলেন সুখ, সমৃদ্ধির প্রতিক।
হিন্দু বা সনাতন ধর্মমতে বলা হয় যে গণেশ ঠাকুরকে ঠিক মত পূজা দেওয়া হলে ব্যবসায় সমুহ উন্নাতি প্রাপ্ত হয়। তাই ব্যেবসাস্থলে গণেশ পূজার প্রচলন বেশী।
যিনি প্রতি দিন ত্রিসন্ধ্যায় গণেশের দ্বাদশ নাম বা স্তোত্র পাঠ করেন, তাঁর সমস্ত বাধা বিপত্তি দূর হয় তথা সমস্ত মনস্কামনা পূরণ হয়। যে বিদ্যার্থীর বিদ্যার্জনে বাধা আছে সে যদি গণেশ স্তোত্র লিখে আট জন ব্রাহ্মণকে দান করে সে গণেশের কৃপা লাভ করে তথা বিদ্যাদেবী তার প্রতি সহায় হন।
শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি তে গণেশ ঠাকুর জন্মগ্রহন করেছিলেন, তাই প্রতিবছর ওই দিনটি গণেশ চতুর্থী হিসাবে পালন করা হয়।
২০২০ গণেশ পূজার সময় -
এই বছর ২১ সে আগস্ট রাত ১১তা বেজে ২ মিনিট থেকে শুরু হবে গণেশ চতুর্থী চলবে ২২ সে আগস্ট শনিবার সন্ধ্যে ৭ টা বেজে ৫৬ মিনিট পর্যন্ত।অমৃতযোগের সময়-
অমৃতযোগ শুরু হবে ২২ সে আগস্ট দুপুর ১২ টা বেজে ২২ মিনিট থেকে বিকেল ৪ টে ৪৮ মিনিট পর্যন্ত।[full_width]
সোমবার, ১০ আগস্ট, ২০২০
রবিবার, ২ আগস্ট, ২০২০
সমাজ বাদি পার্টির নেতা ও রাজ্য সভার সাংসদ অমর সিং প্রয়াত
মারা গেলেন সমাজ বাদি পার্টির নেতা ও রাজ্য সভার সাংসদ অমর সিং, কিছু দিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি । শনিবার বিকেলে
সিঙ্গাপুরের এক হাসপাতালে মৃত্যু হয় অমর সিংয়ের। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৪ বছর।
২০১৩ সালে তাঁর একটি কিডনি ড্যামেজ হয়ে যায়, সেই
কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়। তার পর থেকে আর সুস্থ হয়ে উঠতে পারেননি মুলায়ম সিং
এর ঘনিষ্ঠ এই নেতা।
অমর সিং ফাইল ছিত্রা |
টলিউড বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন এর অন্তর্বাস পরা ছবি - রাইমা সেন এর বোল্ড ছবি
টলিউড (Tollywood) ও বলিউড (Bollywood) এর অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাইমা সেন (Raima Sen) সম্প্রতি তার বোল্ড লুক ছবি পোস্ট করলেন তার ইন্সটাগ্রাম প্রোফাইল পেজ-এ।
রাইমা সেন যার দিদিমা হলেন মহানায়িকা সুচিত্রা সেন যিনি বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ট এবং কালজয়ী একজন অভিনেত্রী এবং মা হলেন স্বনামধন্য অভিনেত্রী মুনমুন সেন।
হিন্দি, বাংলা ছাড়া দক্ষিণেও পৌঁছে গিয়েছে রাইমার ম্যাজিক। গত বছরে একটি তামিল ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। বাংলায় তাঁর সর্বশেষ ছবি ‘দ্বিতীয় পুরুষ', সৃজিত মুখার্জির পরিচালনায়, যেটি সুপারহিট বাংলা সিনেমা ২২ শে শ্রাবন এর সিক্যুয়াল।
রাইমা সেন এর ইন্সতাগ্রাম ফীড
[full_width]
রাইমা সেন যার দিদিমা হলেন মহানায়িকা সুচিত্রা সেন যিনি বাংলা সিনেমার অন্যতম শ্রেষ্ট এবং কালজয়ী একজন অভিনেত্রী এবং মা হলেন স্বনামধন্য অভিনেত্রী মুনমুন সেন।
হিন্দি, বাংলা ছাড়া দক্ষিণেও পৌঁছে গিয়েছে রাইমার ম্যাজিক। গত বছরে একটি তামিল ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন। বাংলায় তাঁর সর্বশেষ ছবি ‘দ্বিতীয় পুরুষ', সৃজিত মুখার্জির পরিচালনায়, যেটি সুপারহিট বাংলা সিনেমা ২২ শে শ্রাবন এর সিক্যুয়াল।
রাইমা সেন এর ইন্সতাগ্রাম ফীড
জ্বলন্ত সিগারেট ঠোঁটে নিয়ে শুয়ে আছেন রাইমা |
ইন্সতাগ্রাম এ নিজের বোল্ড ছবি পোস্ট করলেন রাইমা সেন |
দেখে নিন রাইমা সেন এর ইন্সতাগ্রাম ফটোশুট এর ভাইরাল ভিডিও
৩৪ হাজারের বেশি লাইক পড়েছে এই ছবিতে। পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে রাইমার এই ছবিগুলি।
লং বব কাট চুল, ডিপ নেক পোশাকের উপর দিয়ে উঁকি দিচ্ছে রাইমার বক্ষ বিভাজিকা |
অন্তর্বাস পরিহিত রাইমা সেন |
অন্তর্বাস পরিহিত রাইমা সেনের বোল্ড ছবি |
অন্তর্বাস পরিহিত রাইমা সেনের বোল্ড ছবি |
অন্তর্বাস পরিহিত রাইমা সেনের বোল্ড ছবি |
সিগারেট হাতে চিত্রনায়িকা |
অন্তর্বাস পরিহিত রাইমা সেনের বোল্ড ছবি |
উকি দিচ্ছে উম্মুক্ত বক্ষ বিভাজিকা |
শনিবার, ১ আগস্ট, ২০২০
DIL BECHARA REVIEW - জেনে নিন সুশান্ত অভিনিত শেষ ছবি 'দিল বেচারা' র গল্প
অবশেষে ২৪ জুলাই মুক্তি পেল সুশান্ত সিং রাজপুত (Sushant Sing Rajput) অভিনিত শেষ ছবি 'দিল বেচারা' (Dil Bechara), আজ আমরাো 'দিল বেচারা ছবিটির গল্প' নিয়ে আলচোনা করব।
'দিল বেচারা' হল সেই ছবি যা দেখার জন্য 'সুশান্ত সিং রাজপুতের' অগুনিত ভক্ত ও সিনেমা প্রেমিরা এতদিন আগ্রহে ভরে অপেক্ষা করছিলেন, অন্যান্য ছবির থেকে 'দিল বেচারা' দেখার জন্য যে আলাদা আবেগ কাজ করবে সুশান্ত সিং রাজপুত এর ভক্ত ও সিনেমা প্রেমিদের মনে তা আর বলার অপেক্ষা রাখেনা।
'দিল বেচারা' হল সেই ছবি যা দেখার জন্য 'সুশান্ত সিং রাজপুতের' অগুনিত ভক্ত ও সিনেমা প্রেমিরা এতদিন আগ্রহে ভরে অপেক্ষা করছিলেন, অন্যান্য ছবির থেকে 'দিল বেচারা' দেখার জন্য যে আলাদা আবেগ কাজ করবে সুশান্ত সিং রাজপুত এর ভক্ত ও সিনেমা প্রেমিদের মনে তা আর বলার অপেক্ষা রাখেনা।
দিল বেচারা (বাংলা অসহায় হৃদয় ) চলচ্চিত্রটি জন গ্রিনের ২০১২ সালের উপন্যাস দ্য ফল্ট ইন আওয়ার স্টারস এর হিন্দি চলচ্চিত্র রূপান্তর, মুখেশ ছাবড়ার (Mukhesh Chabra) পরিচালিত প্রথম চলচ্চিত্র এবং সুশান্ত সিং রাজপুত এর অভিনিত শেষ চলচ্চিত্র, যিনি চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে ২০২০-এ ১৪ই জুন মারা গিয়েছিলেন। নায়িকা হিসাবে সঞ্জনা সংঘী ( Sanjana Sanghi ) এর অভিনিত প্রথম সিনেমা হল দিল বেচারা।
হ্যাঁ, ছবি দেখার চাইতে 'দিল বেচারা'তে
সুশান্তকে দেখার ইছেতাই যেন নিজের অজান্তেই মনের মধ্যে অগ্রাধিকার পায়। ছবির শুরুর দিকে কিজি বসুর (সঞ্জনা সঙ্ঘী) মুখ থেকে 'এক থা রাজা, এক
থি রানি। দোনো মর গ্যায়ে, খতম কাহানি, পর অ্যায়সি কাহানিয়া কিসকো আচ্ছি
নেহি লাগতি', ডায়ালগটা শুনে কিছুটা
চমকে জেতেই হয়, তবে গুল্পটি আরো জমে ওঠে যখন ম্যানির উপস্থিতি ঘটে কিজি বসু এর জীবনে। নাহ... কিজির গল্প কিন্তু শেষ হতে দেননি ম্যানি।
ক্যান্সারে আক্রান্ত, বাবা-মাকে ঘিরে চলা কিজির 'বোরিং', মৃতপ্রায় জীবনে নাতুন করে আশার আলোর সঞ্চার করেন ম্যানি ওরফে ইম্যানুয়েল রাজকুমার জুনিয়র ওরফে সুশান্ত সিং রাজপুত। নিজের জন্য নয়, প্রেমিকা,বন্ধু কিজির ইচ্ছাপূরণ করতেই যেন নতুন করে শুরু হয় ম্যানির পথ চলা। কিজি বসুর সাথে দেখা হবার পর ম্যানি যেন তার নিজের জীবনেও নতুন আলোর হদিস পায়।
'' আমিও অনেক
বড় বড় স্বপ্ন দেখি, তবে সেগুলো পূরণ করতে ইচ্ছা করে না'', কিজির বাবাকে এরকমি বলে ছিল সুশান্ত, থুরি ম্যানি।
কিজি আর ম্যানি'র জীবনের মিষ্টি আবেগঘন একটা স্বল্প সময়ের প্রেমের গল্প হল এই 'দিল বেচারা' ।
তবে এই স্বল্প সময়ে কিভাবে দাপিয়ে বেড়ানো যায়, জীবনকে উপভোগ করে বেঁচে থাকা যায়, জীবনের শেষ ছবিতে তা আরও একবার শিখিয়ে দিয়ে গেলেন সুশান্ত। সত্যিই তো
''জন্ম কবে, মৃত্যু কবে, তা আমরা ঠিক করতে পারি না, তবে কীভাবে বাঁচবো সেটা
তো আমরা ঠিক করতে পারি''।
দিল বেচারা চলচ্চিত্রটিতে কিজি ও
ম্যানি দুজনেই জানে যে- মৃত্যু তাঁদের দরজার বাইরে দাঁড়িয়ে কড়া নাড়ছে। তবু সেই
কড়া নাড়ার শব্দকে এড়িয়ে জীবনের প্রতিটা মুহূর্ত কিভাবে উপভোগ করতে হয় সেটাই শিখিয়ে দিয়ে গেলেন দিল বেচারার ম্যানি।
ছবির শেষের দিকে ম্যানির লেখা চিঠিতে ''ইয়ে রাজা তো মর গ্যায়া, পর
মেরি রানি আভি জিন্দা হ্যায়, আর তবতক মেরি কাহানি ভি জিন্দা হ্যায়''। এই
ডায়ালগটাতেও যেন বাস্তবের সঙ্গে অদ্ভুত মিল।
ছবিতে সুশান্ত এর চরিত্রটি যেন মনে করিয়ে দেয় আনান্দ ছবির রাজেশ খান্না (Rajesh Khana) কে।
যাইহোক সুশান্ত সিং রাজপুতের পাশাপাশি ছবিতে অনবদ্য অভিনয় করেছেন কিজি বসু ওরফে সঞ্জনা
সঙ্ঘী। 'রকস্টার', 'হিন্দি মিডিয়াম'-এর সেই ছোট্ট সঞ্জনা যে বয়স
বাড়ার সঙ্গে সঙ্গে অভিনয়েও যে পরিণত হয়েছেন তা 'দিল বেচারা' তে তার অভিনয় দেখলেই বোঝা যায়। সুশান্তময়
এই ছবিতে আলাদা করে দর্শকদের মনে জায়গা করে নেবে সঞ্জনা সঙ্ঘী এর অভিনয়।
ছবিটিতে আলাদা করে মন ছুঁয়ে যায় কিজির মা-বাবার ভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায় ও শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়, বলার অপেক্ষা রাখেনা ছবিটিকে পূর্ণতা দিতে তাঁদের ভূমিকা যথেষ্ট
গুরুত্বপূর্ণ।
অতিথি শিল্পীর ভূমিকায় ভাল অভিনয় করেছেন সইফ আলি খান (Saif Ali Khan)। এ আর রহমান (A R Rahaman) এর মিউজিক আলাদা করে দর্শকদের মণ ছূয়ে যেতে বাধ্য।
চিত্রনাট্য ছোটখাটো কিছু ফাঁক ফোঁকর থাকলেও
সবকিছুই ঢাকা পড়ে গিয়েছে কান্না-হাসি-মজা তে ভরা দিল বেচারা ছবির গল্পে।
[full_width]
[full_width]
দেশের একটি রাস্তার নাম ‘শ্রীনগর হাইওয়ে”রাখল পাকিস্তান - Pakistan Renaming Islamabad's Kashmir highway to Srinagar highway
পাকিস্তান (Pakistan) কাশ্মীরকে (Kashmir) নিয়ে কতটা পাগল তারই নমুনা বোঝালো তাঁরা, সেইকারণেই দেশের একটি জাতীয় সড়কের নাম শ্রীনগরের নামে রাখতে চলেছে পাকিস্তান। কাশ্মীর না পাওয়ার দুঃখ কিছুতা লাঘব করার উদেস্যেই হয়তো এই কাজ করেছে তারা। শুধু তাইই নয় ৫ই আগস্ট জম্মু আর কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার বছরপূর্তির বিরধিতায় সারা দেশ জুরে পাঁচ আগস্ট দেশে কালা দিবস পালিত হবে।
আর এর বিরোধিতায় পাকিস্তানি সেনা এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ISI কয়েক পাতার একটি কার্যক্রমও জারি করেছে।
আপরদিকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi), ইসলামাবাদের (Islamabad) কাশ্মীর হাইওয়ের (Kashmir Highway) নাম বদলে শ্রীনগর হাইওয়ে (Srinagar Highway) রাখার ঘোষণা করেছেন। জানিয়ে রাখি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রধান রাস্তা গুলির মধ্যে কাশ্মীর হাইওয়ে হল একটি, এই রাস্তাটি ইসলামাবাদের পশ্চিমে Pakistan International Airport কে পূর্বের E-75 হাইওয়ের সাথে যোগ করে, এই হাইওয়েটি ২৫ কিমি দীর্ঘ।
এই বিষয়ে ইস্লামাবাদের এক সাংবাদিক Naila Inayat বলেন যে - "আমার গন্তব্য শ্রীনগর আর এই হাইওয়ে একদিন আমাকে শ্রীনগর পর্যন্ত নিয়ে যাবে।"
আর এর বিরোধিতায় পাকিস্তানি সেনা এবং পাকিস্তানের গোয়েন্দা বিভাগ ISI কয়েক পাতার একটি কার্যক্রমও জারি করেছে।
আপরদিকে, পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি (Shah Mahmood Qureshi), ইসলামাবাদের (Islamabad) কাশ্মীর হাইওয়ের (Kashmir Highway) নাম বদলে শ্রীনগর হাইওয়ে (Srinagar Highway) রাখার ঘোষণা করেছেন। জানিয়ে রাখি, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রধান রাস্তা গুলির মধ্যে কাশ্মীর হাইওয়ে হল একটি, এই রাস্তাটি ইসলামাবাদের পশ্চিমে Pakistan International Airport কে পূর্বের E-75 হাইওয়ের সাথে যোগ করে, এই হাইওয়েটি ২৫ কিমি দীর্ঘ।
এই বিষয়ে ইস্লামাবাদের এক সাংবাদিক Naila Inayat বলেন যে - "আমার গন্তব্য শ্রীনগর আর এই হাইওয়ে একদিন আমাকে শ্রীনগর পর্যন্ত নিয়ে যাবে।"
After renaming Islamabad's Kashmir highway to Srinagar highway on Aug 5, Kashmir ban jaeyga Pakistan. - Naila Inayat said at twitterNews Source - Bangla Hant News
আগস্ট মাসের চূড়ান্ত লকডাউন এর দিন গুলি জেনে নিন - পশ্চিমবঙ্গের আধিবাসিদের জন্য বিশেষ খবর
পশ্চিমবঙ্গের
করোনা পরিস্থিতির কথা বিচার বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় আগামী ৩১ শে আগষ্ট আবদি সপ্তাহে দুইদিন করে
লকডাউনের ঘোষণা করেছেন। চলতি সপ্তাহে বুধবার এবং রবিবার লকডাউন থাকবে।
পূর্বেই
ঘোষণা করা হয়েছিল যে, ৩১ শে আগষ্টের মধ্যে রাজ্যে লকডাউন যারি রাখা হবে –
য়া কিন্তু তার পরেই বিভিন্ন মহল থেকে অনুরোধ আসতে শুরু করেছিলো যে ২ রা
আগষ্ট এবং ৯ ই আগষ্টের লকডাউন পরিবর্তন করতে। এই পরিস্থিতিতে রাজ্য
স্বরাষ্ট্র দপ্তর তাদের টুঁইটার এ জাণায় যে আগামী ২ রা আগষ্ট এবং ৯ ই আগষ্ট
রবিবার ধর্মীয় উৎসব এবং আরো কীছূ গুরুত্বপূর্ণ পূর্বনির্ধারিত লকডাউনের
সিদ্ধান্ত রদ করে আংশিক লোকডাউন করা হয়েছে।


কিন্তু
তার কিছুক্ষন আগেই আবার রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় প্রেস বিবৃতিতে জানিয়েছেন যে, কিছু সমস্যার জন্য লকডাউনের চূড়ান্ত দিনগুলি পরিবর্তন করা হয়েছে।
আসুন একবার দেখে নেওয়া যাক আগষ্ট মাসের লকডাউনের চূড়ান্ত দিনগুলি কি কি -
৫ তারিখ - বুধবার
৮ তারিখ - শনিবার
১৬ তারিখ - রবিবার
১৭ তারিখ - সোমবার
২৩ তারিখ - রবিবার
২৪ তারিখ - সোমবার
৩১ তারিখ - সোমবার
অগস্ট মাসে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই কথা মাথায় রেখে সেই সময়টা অবহেলা করা ঠিক
হবে না বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী আজ জানান যে ‘‘এখানে ৩১ জুলাই পর্যন্ত
লকডাউন ছিল। এ বার আমরা তা বাড়িয়ে ৩১ অগস্ট করে দিচ্ছি। এই সময় কালে যে
ভাবে ভোর ৫টা পর্যন্ত নিয়মবিধি মানা হচ্ছিল, তা হবে। আর সপ্তাহে নির্দিষ্ট
দিনগুলোতে সম্পূর্ণ লকডাউন করা হবে। ওই দিনগুলোয় ট্রেন এবং প্লেন চলবে
না।”
ইউটিউব ভিডিও ডাউনলোড করার সব চাইতে ভাল সফটওয়্যার গুলি জেনে নিন - বেস্ট ইউটিউব ভিডিও ডাউনলোড সফটওয়ার ২০২০
আমরা সবাই ইউটিউব ভক্ত. আমী কী আপনি সকলেই আসলে ভিডিও এবং মিউজিক ভাগ করে
বন্ধুদের সাথে শেয়ার করতে ভালবাসি তাই নয় কী? সুতরাং আপনি কি মিউজিক শূণছেণ আথবা কি ভিডিও দেখেছেন এবং তা ভাল লাগলে সেটিকে আমরা সকলেই ডাঊণলোড করে নিজেদের কাছে রেখে দিতে চাই তাই আজকে আমাদের এই প্রতিবেদন এ আমরা দেখেণনেবো কী ভাবে ইউটিউব থেকে ভিডিও আপনার মোবাঈল আথবা আপনার কম্পিউটার এ ডাউনলোড করবেন আর তাতে কোন সফটওয়্যার ব্যাবহার করবেন -
কম্পিউটার থেকে ইউটিউবে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার -
কম্পিউটার থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হলে আপনি নিম্নলিখিত সফটওয়্যার গুলির মাধ্যমে করতে পারেন -
- ইন্টারনেট ডাঊণলোড ম্যানেজার অথবা আই ডি এম ( INTERNET DOWNLOAD MANAGER OR IDM ) সফটওয়ারটি আপনার COMPUTER এ ইন্সটল করে নিন তারপর এর মাধ্যমে যে কোনো ব্রাউজার থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন আর তার আনন্দ নিন ।
- 4K Video Downloader
- WinX HD Video Converter Deluxe
- VideoProc
- Y2Mate.com
- YouTube Video Downloader
- SaveFrom.net
- iTubeGo
- BitDownloader
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
কীভাবে সরষে ইলিস রান্না করবেন - সরষে ইলিশ রান্নার রেসিপি
সরষে ইলিশ রান্নার পদ্ধতি- বন্ধুরা ইলিশ মাছ খেতে কোন বাঙালি না ভালো বাসে বলুন ? আর তাই যদি হয় সরষে দিয়ে ইলিশ তাহলে তো যে কোনও বাঙ্গালির জিভে ...


-
পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির কথা বিচার বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় আগামী ৩১ শে আগষ্ট আবদি সপ্তাহে দুই...
-
সরষে ইলিশ রান্নার পদ্ধতি- বন্ধুরা ইলিশ মাছ খেতে কোন বাঙালি না ভালো বাসে বলুন ? আর তাই যদি হয় সরষে দিয়ে ইলিশ তাহলে তো যে কোনও বাঙ্গালির জিভে ...
-
উজ্জ্বল মিত্র © ফিরায়ে দিয়াছো মরে, আবার নিঃস্ব করে। হৃদয় শিক্ত নয়, তাই বর্ষা নামিল জোরে। ভাঙিল স্বপন-ভিজিলো নয়ন, তোমরাও প্রেম-আমারি দ...
